You have reached your daily news limit

Please log in to continue


লোকে যা–ই বলুক, যায় আসে না তাঁর

এখন তাঁর সহ্য হয়ে গেছে। ইন্ডাস্ট্রিতে পা রাখা মাত্র সোনাক্ষী সিনহাকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে বারবার। এখন এসবকে মোটেও পাত্তা দেন না তিনি। তবে এবার এসব বন্ধ হওয়া উচিত বলে মনে করেন এই বলিউড অভিনেত্রী। কারণ, বডি শেমিং মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলে। খুব শিগগির সোনাক্ষীকে এমনই এক বিষয়ের ওপর নির্মিত ছবি 'ডাবল এক্সএল'-এ দেখা যাবে।

বডি শেমিংয়ের মতো উটকো সমস্যাকে রুপালি পর্দায় আনতে চলেছেন পরিচালক সাতরাম রামানি। 'ডাবল এক্সএল' ছবিতে সোনাক্ষী ছাড়া আরও দেখা যাবে হুমা কোরেশিকে। এই ছবি প্রসঙ্গে সোনাক্ষী বলেছেন, '“ডাবল” এক্সএল ছবির চিত্রনাট্য আমার আর হুমার কাছে আসামাত্রই আমাদের দুজনকেই দারুণভাবে নাড়া দেয়। এ ছবিটা আমি হুমা কোরেশি ছাড়া আর কারও সঙ্গে করার কথা ভাবতেই পারি না। আমাদের জন্য এই ছবি খুবই জরুরি। কারণ, আমরা দুজনে নানা সময়ে বডি শেমিংয়ের শিকার হয়েছি। অতিরিক্ত ওজনের কারণে নানান কথা আমাদের শুনতে হয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে আমাদের সঙ্গে এটা ঘটে আসছে। আজও একই রকমভাবে আমাদের সঙ্গে ঘটছে। এর যেন শেষ নেই!'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন