চরম দুর্ভোগে সঙ্গী খাদ্য সংকট
বন্যার পানিতে ভাসছে সিলেট ও সুনামগঞ্জ জেলা। এতে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। হাট-বাজার, বাড়িঘরে ঢুকছে পানি। ডুবে রয়েছে রাস্তাঘাট। বন্যার পানি ও পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে সেতু।
সংযোগ রাস্তা ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। অসহায় লোকজন বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। দুর্গত লোকজনের কাছে যে খাবার ছিল তা ফুরিয়ে গেছে। বিশুদ্ধ পানি ও খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।
এতে দুর্গত মানুষের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। সরকারিভাবে ত্রাণ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। খাবার পানির অভাবে ঝুঁকি নিয়েই অনেকে দূষিত পানি পান করছেন।
এতে করে পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে। অনেক এলাকার নলকূপ বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় শৌচাগার সমস্যায় মানুষ চরম বিপাকে আছেন।
বন্যায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও পুকুর। পাশাপাশি অবকাঠামোগত ক্ষতিও বাড়ছে। সর্বস্বান্ত হয়ে পড়েছে বানভাসি মানুষ। গবাদিপশু নিয়ে বিপাকে রয়েছেন লোকজন।