কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অল্পেই ভেঙে যায় নখ? রক্ষা করার ৫ উপায়

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২০ মে ২০২২, ০৮:৩৬

হাতের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে নখের উপর। কিন্তু সাধের নখ ভাল রাখা সহজ কাজ নয়। বিশেষ করে যাঁরা নখ লম্বা করতে চান তাঁদের জন্য তো বিষয়টি আরও কঠিন। নখ ভেঙে গেলে যেমন ব্যথা হয় আঙুলে, তেমনই দেখতেও খারাপ লাগে। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, ঘরোয়া কিছু টোটকা মেনে চললেই পোক্ত হবে নখ।


১। লেবুর রস: লেবুর রসে থাকে ভিটামিন সি। ভিটামিন সি নখ ভাল রাখতে ও নখ লম্বা করতে সহায়তা করে। একটি পাত্রে অল্প একটু লেবুর রস নিয়ে পাঁচ মিনিট হাত ও পায়ের নখে লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন নখ। প্রতি দিন অন্তত এক বার এই ভাবে লেবুর রস নখে লাগলে নখও ভাল থাকবে, দূরে থাকবে রোগ-জীবাণুর সংক্রমণও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও