You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা

প্রেমের দিন শেষ, এবার নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মালাইকা অরোরা-অর্জুন কাপুর জুটি। বুধবার এমন খবর শোনা গেছে যে, নভেম্বর-ডিসেম্বর নাগাদ বিয়ে হতে পারে এই অসম জুটির। তার পরই বেসুর বেজেছে অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরি। এবার কি একই পথে হাঁটলেন মালাইকা নিজেও?


ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, কোথাও বাঁধা না পড়া একলা জীবনই আমার কাছে অনেক বেশি স্বস্তির। আর পাঁচজনের মতো জীবনযাপনের মান বাড়াতে আমিও পছন্দ করি। কিন্তু এখন বুঝি বৃহত্তর ক্ষেত্রে সে সবের তেমন মূল্য নেই। বরং বুঝেছি নিজেকে নিয়ে বাঁচা, নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের উন্নতি ও বৃদ্ধির স্বার্থে নিজের জন্য এ সময়টাকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিচ্ছি এখন।

আর এই পাল্টে যাওয়া জীবনদর্শনই কেমন যেন অন্য রকম ঠেকছে অনুরাগীদের। তবে কি বিয়ে হচ্ছে না মালাইকা-অর্জুনের? নাকি ভেঙে যেতে পারে সম্পর্কটাই? 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন