মারিউপোলে আত্মসমর্পণ করা ইউক্রেইনী সেনাদের ভাগ্যে কী আছে?
রাশিয়ার দাবি, মারিউপোলে গত তিন দিনে ১,৭৩০ ইউক্রেইনীয় সেনা আত্মসমর্পণ করেছে। অথচ ইউক্রেইন বলছিল সেই সংখ্যা মাত্র আড়াইশ। রাশিয়ার দাবি নিয়ে তারা এখনো মুখ খোলেনি। আত্মসমর্পণ করা সেনাদের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশার পাশাপাশি প্রতিপক্ষের হাতে ধরা পড়া ওই সেনাদের ভাগ্যে কী ঘটতে চলেছে সেটাও এখনো অজানা।
কিইভ থেকে অবশ্য বলা হয়েছে, তারা বন্দি বিনিময় করবে। তবে কত সেনা বিনিময় করা হবে সেই সংখ্যা জানাতে তারা রাজি হয়নি।
মারিউপোলের ওই সেনারা প্রায় তিন মাস ধরে আজভস্তাইল স্টিলওয়ার্কসে মাটির নিচের বাঙ্কারে লুকিয়ে ছিল। এতদিন তারা বারবার আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত কিইভ থেকে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। তাদের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দুইটি শহরে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৭ মাস, ৪ সপ্তাহ আগে