নানা রকম শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যান একজন হবু মা। শারীরবৃত্তীয় নানা পরিবর্তন এ সময় ঘটে, যার মধ্যে রক্তচাপও আছে। আগে থেকেই যাঁদের উচ্চ রক্তচাপ আছে এবং ওষুধ খান, সন্তান ধারণের আগে অবশ্যই তাঁদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, উচ্চ রক্তচাপের কিছু কিছু ওষুধ গর্ভাবস্থায় ব্যবহার করা যায় না। গর্ভধারণের পরিকল্পনা করলে চিকিৎসক আগে থেকেই সেসব পরিবর্তন করে নিরাপদ ওষুধে চলে যাবেন। আর যাঁদের আগে থেকে উচ্চ রক্তচাপ নেই, তাঁরা প্রতি অ্যান্টিন্যাটাল ভিজিটে (প্রসবপূর্ব চিকিৎসাসেবা) অবশ্যই রক্তচাপ মাপাবেন।
গর্ভকালীন প্রথম তিন মাস রক্তচাপ স্বাভাবিকভাবে কিছুটা কমের দিকে থাকে। পাঁচ মাসের পর থেকে কারও কারও উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা যায়। গর্ভকালীন রক্তচাপ বেড়ে গেলে নানা জটিলতার আশঙ্কা থাকে। প্রি-একলাম্পসিয়া এদের মধ্যে অন্যতম।
You have reached your daily news limit
Please log in to continue
হবু মায়েদের উচ্চ রক্তচাপ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন