![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F05%2F19%2Fhuman-chain-239770c3968841ad87dc4def9cb53616.jpg%3Fjadewits_media_id%3D792851)
প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় পাবনার সুজানগরের সাতবাড়িয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে বিচার দাবি করেছেন ওই ছাত্রীর সহপাঠিরা। বুধবার (১৮ মে) বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া কলেজের সামনে ওই ছাত্রী হামলার শিকার হন।
এ ঘটনায় ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বাদী হয়ে এক কিশোরকে আসামি করে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কিশোর সাতবাড়িয়া ইউনিয়নের ফকিরপুর গ্রামের বাসিন্দা।