ফেসবুকের প্রোফাইল ছবিতে এবার বড়সড় পরিবর্তন?
www.techtrendbd.com
প্রকাশিত: ১৯ মে ২০২২, ১৭:০৪
Facebook-এর প্রোফাইল ছবিতে এবার বড়সড় পরিবর্তন? এমনই আপডেট দেখা গেল বিটা ভার্সনে। যদিও Facebook এর তরফে কিছু জানানো হয়নি।
কী পরিবর্তন রয়েছে?
সম্প্রতি বিটা ভার্সনের একটি আপডেট দেখা গেছে। এখনও পর্যন্ত মোবাইল অ্যাপ থেকে Facebook চালু করে কোনও প্রোফাইল দেখলে সেই প্রোফাইলের মাঝখানে ফোটো দেখা যায়। কিন্তু এবার থেকে সম্ভবত সেই ছবির পজ়িশন পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ মাঝে আর প্রোফাইল ফোটো দেখা যাবে না।
তাহলে কোথায় দেখা যাবে Facebook DP?
Facebook বিটা ভার্সনে দেখা গেছে প্রোফাইল ফটো (Facebook Profile Photo) একদম বাঁদিকে সরে গেছে। এবং তার ঠিক নীচেই রয়েছে প্রোফাইলের নাম (Facebook Profile Name)।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে