তিন দশক আগের মামলায় জেলে গেলেন সিধু
তিন দশকের পুরোনো মামলায় সাবেক ভারতীয় ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর রাস্তায় গাড়ি সরানোকে কেন্দ্র করে গুরনাম সিংকে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছিল সিধুর বিরুদ্ধে। সেই আঘাতেই শেষ পর্যন্ত মৃত্যু হয় গুরুতর আহত গুরনামের। হত্যা মামলা হয় ভারতের সাবেক ওপেনারের বিরুদ্ধে।