বন্যায় ডুবেছে সিলেট, লন্ডন থেকে অবশেষে এলেন মেয়র আরিফ

সমকাল সিলেট জেলা প্রকাশিত: ১৯ মে ২০২২, ১২:০০

বন্যায় নাকাল হয়েছে পড়েছে সিলেটবাসী। নগরীর লক্ষাধিক মানুষ পানিবন্দি। কয়েক দিন ধরে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নগরবাসীর চরম ভোগান্তির সময়ে ‘নগরপিতার’ লন্ডনে অবস্থা নিয়ে তীব্র সমালোচনা হওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।


এ সময় তিনি বলেছেন, সুরমা নদী খনন ছাড়া বন্যা পরিস্তিতি সামাল দেওয়া সম্ভব না। আমরা যাই করি না কেন, নদী খনন না করলে কোনো কিছু কাজে আসবে না। এতদিন কেন এলেন না? এমন প্রশ্নের জবাবে টিকিট না পাওয়ায় তিনি আসতে পারেননি বলে জানান।


জানা যায়, আজ বেলা ১১টায় নগরীর তেরোরতন এলাকায় তিনি বন্যা পরিস্থিতি দেখতে বের হবেন। এ সময় বন্যাকবলিত মানুষদের জন্য শুকনো খাবার বিতরণ করবেন। দুর্ভোগের বিষয়ে সবার সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন বলে জানান তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও