কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার জনগণের আস্থা অর্জনের চেষ্টায় ভারত

সমকাল প্রকাশিত: ১৯ মে ২০২২, ১১:৫৯

গত ১৫ বছর ধরে শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গভীর করতে প্রতিযোগিতায় নেমেছে ভারত ও চীন। এর অন্যতম কারণ হলো— ভারত মহাসাগরে দ্বীপরাষ্ট্রটির কৌশলগত অবস্থান।


যদিও জনতম ইঙ্গিত দেয় যে, চীন সেখানে ভারতকে ছাড়িয়ে গেছে। তবে সাম্প্রতিক সময়ে কলম্বোতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট ভারতকে একটি বড় সুযোগ এনে দিয়েছে।


এ সুযোগে ভারত দেশটিতে যেভাবে নিজের অবস্থান সুসংহত করতে চাইছে তা উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণে।


১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট পার করছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটিতে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি, খাদ্য ও জ্বালানি সংকটের কারণে মানুষ নেমে এসেছেন রাস্তায়। এর পরিপ্রেক্ষিতে মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের। পরে রনিল বিক্রমাসিংহে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তিনি বলেন, ভালোর দিকে যাওয়ার আগে দেশের অর্থনৈতিক সংকট আরও বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও