বুদ্ধের পবিত্র অস্থিকলস দেখতে ভিড়

কালের কণ্ঠ পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৮ মে ২০২২, ২২:৪৮

বৌদ্ধ পূর্ণিমার দিন সোমাবার বুদ্ধের পবিত্র অস্থিকলস চাক্ষুষ করতে তাঁর অনুরাগীরা জমায়েত হয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে।  


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলকাতার থাই কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল।


 

ভারতের মহাবোধি সোসাইটির প্রধান কেন্দ্র কলকাতায় শতাধিক বছর ধরে সংরক্ষিত আছে এই অস্থিকলস। বুদ্ধপূর্ণিমায় একযোগে বুদ্ধদেবের জন্ম, মহানিষ্ক্রমণ এবং মহানির্বাণের ঘটনা স্মরণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও