You have reached your daily news limit

Please log in to continue


নিজের প্রায় 118 লিটার ব্রেস্ট মিল্ক বিক্রি করেছেন এই মহিলা! উপকৃত হয়েছে অসংখ্য শিশু

Viral মহিলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একজন মহিলার কাহিনী। তিনি এমন একটি কাজ করেছেন, যা শুনতে খারাপ লাগলেও অন্যের উপকারে এসেছে। ওই মহিলা নিজের প্রায় 118 লিটার ব্রেস্ট মিল্ক বিক্রি করেছেন। এর ফলে অনেক খুদে শিশুর প্রাণ বেচেছে। ওই মহিলা জানিয়েছেন যে, তিনি প্রথমে ঠিক করেছিলেন নিজের ব্রেস্ট মিল্ক দান করবেন। কিন্তু, তিনি যখন সেই কাজ করতে এগিয়ে যান, প্রতি পদে তাকে বাধা দেওয়া হয়। এছাড়াও ব্রেস্ট মিল্ক দান করার প্রক্রিয়া খুবই জটিল। এরপরই ওই মহিলা নিজের ব্রেস্ট মিল্ক বিক্রি করা শুরু করেন। এরপরই তাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার ছবি ভাইরাল হয়েছে টুইটারে। সেখানে তাঁর ছবি শেয়ার করে জানানো হয়েছে এই খবর। এরপরই ওই মহিলার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। জানা গিয়েছে যে, ওই মহিলার নাম Alyssa Chitti। তিনি থাকেন আমেরিকার Utah তে। ওই মহিলা জানিয়েছেন যে, তিনি নিজের এক আউন্স ব্রেস্ট মিল্ক বিক্রি করেন এক ডলারে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 77.60 টাকায়। কিন্তু, তিনি এই কাজ টাকা উপার্জন করার জন্য শুরু করেননি। তিনি প্রথমে নিজের ব্রেস্ট মিল্ক দান করার কথা চিন্তা করেন। কিন্তু, তিনি তা করতে গিয়ে দেখেন প্রতি পদে অসংখ্য বাধা। এছাড়াও আমেরিকাতে সেই প্রক্রিয়া খুবই জটিল। এরপরই ওই মহিলা নিজের ব্রেস্ট মিল্ক বিক্রি করা শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে ওই মহিলার কাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন