You have reached your daily news limit

Please log in to continue


Coke Studio Bangla-তে এবার এক 'চিলতে রোদ', Arnob-এর কণ্ঠে মুগ্ধ শ্রোতারা

প্রতীক্ষার অবসান। অবশেষে কোক স্টুডিও বাংলার (Coke Studio Bangla) মঞ্চে শোনা গেল অর্ণবের (Arnob) কণ্ঠ। একের পর এক অনবদ্য কম্পোজিশনের পর এবার অর্ণবের গলায় প্রথম কোক স্টুডিও বাংলার গান। 'চাইনা ভাবিস' অ্যালবামের 'চিলতে রোদ' নামে মৌলিক গান শোনা গেল অর্ণবের কণ্ঠে। এই গানে তার সঙ্গী বগা তালেব ওরফে রিপন। তিনি কণ্ঠ মিলিয়েছেন আব্বাসউদ্দীন আহমেদের 'ও কি একবার আসিয়া' গানে। অর্ণব আর বগা তালেবের যুগলবন্দিতে জমে উঠেছে কোক স্টটুডিও বাংলার মঞ্চ। তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জান্নাতুল ফেরদৌস আকবর ও রুবাইয়াত মাহমুদ। গানটি প্রকাশের পর থেকেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অর্ণব ভক্তরা ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।

'চিলতে রোদ'-এর পরিচালনা এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন অর্ণব নিজেই। গানটি মূলত সারণ দত্তর লেখা। 'ও কি একবার আসিয়া' লিখেছেন আবদুল করিম এবং কম্পোজ করেছেন আসাউদ্দিন আহমেদ। ইলেকট্রিক, অ্যাকোয়াস্টিক, বেস গিটার ছাড়াও এই গানে ব্যবহার করা হয়েছে স্যাক্সোফোন, বাঁশি, সানাই, ড্রামস, পারকেশন, পিয়োন এবং এসরাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন