বাল্টিক সাগর বাঁচাতে সুইডেন-ফিনল্যান্ডকে ন্যাটোতে দরকার
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় নিরাপত্তাসংকট তৈরি করেছে। এই পরিস্থিতিতে আমাদের সবার সাধারণ নিরাপত্তায় ন্যাটোর ভূমিকা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য দ্রুত আবেদন করার সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, সুইডেন এই সপ্তাহে একই সিদ্ধান্ত নেবে। ফিনল্যান্ড এবং সুইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এ কারণে যে এটি বাল্টিক সাগর অঞ্চলে স্থিতিশীলতা বাড়াবে।
রাশিয়া হুমকি দিয়ে এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করে সুইডেন ও ফিনল্যান্ডকে তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ন্যাটোর সদস্য হতে সুইডেন ও ফিনল্যান্ডের জন্য দ্রুত বিশেষ ব্যবস্থা না নিলে একটি বড় ভুল হবে। সেই ভুল ভ্লাদিমির পুতিনের হাতে তুরুপের তাস তুলে দেবে। রাশিয়া ‘অস্থিতিশীলতা’র দোহাই দিয়ে যে ভাষ্য দাঁড় করানোর চেষ্টা করছে, সেটিকে প্রতিষ্ঠিত হতে দিলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিষয়টি ঝুলে যেতে পারে।