![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F05%2F18%2F5-a154bc23cb4ae08c6c62dae7e11a4755.jpg%3Fjadewits_media_id%3D792646)
৩৪ ফরাসি কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া
পাল্টা পদক্ষেপ হিসেবে ফ্রান্সের ৩৪ কূটনীতিককে বহিষ্কার করার কথা জানিয়েছে রাশিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।
গত এপ্রিলে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার করে ফ্রান্স। ওই সময়ে ইউরোপীয় দেশগুলো থেকে তিনশ’র বেশি রুশ কূটনীতিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।