You have reached your daily news limit

Please log in to continue


পি কে হালদার একাই নন

হাবড়া, অশোকনগর, গুমা, বনগাঁ বেনাপোল বর্ডারের কাছে। সীমান্ত কাছে হওয়ার কারণে সেটাকে কেন্দ্র করে নানা ধরনের আর্থিক লেনদেন হয়এ কোনো নতুন খবর নয়। নতুন যেটা কয়েক বছর ধরে চোখে পড়ছে, তা হচ্ছেএকদা গ্রামীণ এলাকাগুলোতেও ব্যাপক পরিবর্তন এসেছে। আমাদের ছোটবেলায় হাবড়া-টাবড়া যেতাম শুধু পিকনিক করতে। ফাঁকা জায়গা।

১৯৪৭ পরবর্তী, দেশভাগের পরে ওপার থেকে অনেক মানুষ চলে আসায় প্রচুর কলোনি গড়ে উঠলেও তখনো গা থেকে গাঁয়ের গন্ধ যায়নি। আমরা কলকাতার লোকজন নিতান্ত বাধ্য না হলে কেউ যেতাম না। ওসব এলাকা উদ্বাস্তু অধ্যুষিত হলেও মিশ্র জনজাতির বাস। দাঙ্গাটাঙ্গা কখনো হয়নি। শান্ত এলাকা। কবি বিজয় সরকার ও বিনয় মজুমদারের বাসা ছিল বনগাঁ ও কাছের ঠাকুরনগরে। কয়েক বছরের মধ্যে দ্রুত বদলে যেতে লাগল রাত নামতেই ঝিঁঝিডাকা জনপদগুলো। স্কুল-কলেজের সংখ্যা বাড়তে লাগল। বড় বড় বাড়ি, অটোরিকশার দাপাদাপি, হু হু করে জনসংখ্যার বৃদ্ধি, রাস্তার উন্নয়নসব মিলিয়ে একসময় যা ছিল নিঝুম কলোনি, তাই হয়ে পড়ল ছোট ছোট সব ঝাঁ-চকচকে নগর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন