![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/resize?width=800&quality=75&path=uploads/news/2022/May/18/1652846529208.jpg)
চীনে ১৩২ যাত্রী নিয়ে প্লেন বিধ্বস্ত ছিল ইচ্ছাকৃত!
দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত ভাবেই ক্র্যাশ করানো হয়েছিল চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি প্লেন। দুর্ঘটনার প্রায় দুই মাস বাদে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তদন্তকারী দল। খবর বার্তাসংস্থা রয়টার্স।
চীনের গুয়াংঝু প্রদেশে বিধ্বস্ত হওয়া সেই প্লেনের ১৩২ জন যাত্রী নিহত হয়েছিলেন।
গভীর জঙ্গলে বিধ্বস্ত হওয়া সেই প্লেনের ব্লাক বক্সের তথ্য বিশ্লেষণ করে চাঞ্চল্যকর এমন তথ্য উঠে এসেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিমান বিধ্বস্ত
- ব্ল্যাকবক্স