![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/05/18/5f6689191dff7c8ba74172f33e252943-62840f89445b3.jpg)
টুইটার ছাড়ছেন আরও ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৮ মে ২০২২, ০৮:৫৭
আরও ৩ জ্যেষ্ঠ কর্মকর্তাকে হারাতে চলেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এই তিনজনের মধ্যে প্রতিষ্ঠানটির দুই ভাইস প্রেসিডেন্টও রয়েছেন। বিশ্লেষকদের ধারণা ইলন মাস্ক টুইটার কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে চলমান অস্থিরতার বহিঃপ্রকাশ এটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট সেকশনের ভাইস প্রেসিডেন্ট ইলিয়া ব্রাউন, টুইটারের সার্ভিস সেকশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাটরিনা লেন এবং প্রতিষ্ঠানটির ডেটা সায়েন্স বিভাগের প্রধান ম্যাক্স স্মিশার টুইটার ত্যাগ করতে যাচ্ছেন। টুইটারের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা প্রতিষ্ঠানটি ত্যাগ করার মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই তিনজনের টুইটার ছাড়ার খবর এল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চাকরি ছেড়েছেন
- টুইটার