You have reached your daily news limit

Please log in to continue


কক্সবাজারে পাহাড় কাটছেন প্রশাসনের দুই কর্মচারী

কক্সবাজারে ৫১ একর আবাসন প্রকল্পকে ৫৬ একরে রূপ দিতে প্রশাসনের চতুর্থ শ্রেণির দুই কর্মচারীর নেতৃত্বে আরও পাঁচ একর পাহাড় কেটে ও বনাঞ্চল উজাড় করে বসতি নির্মাণের কাজ চলছে।

ইতোমধ্যে জেলা প্রশাসন দুবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও দমেনি এ দখলবাজ সিন্ডিকেট। রোহিঙ্গা শ্রমিক দিয়ে রাতদিন বসতি নির্মাণ অব্যাহত রেখেছে। যাদের নেতৃত্বে এ দখল কার্যক্রম চলছে তারা হলেন ৫১ একর আবাসন প্রকল্পের সভাপতি ও চকরিয়া কাকরা ভূমি অফিসের এমএলএসএস (অফিস সহায়ক) সুলতান মোহম্মদ বাবুল ও সিভিল সার্জন অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ ইয়াছিন। তাদের সঙ্গে রয়েছেন সরকারি কর্মচারী জুলফিকার আলি ভুট্টো, মাছন ফকির, ইয়াকুব মাঝি ও জয়নাল সওদাগরসহ ১০ জনের সিন্ডিকেট।

এদিকে, দুবার উচ্ছেদ অভিযান পরিচালনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ কলাতলীর ওই ৫১ একর আবাসন প্রকল্প পরিদর্শন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন