শ্রীলঙ্কায় কড়া নিরাপত্তায় পার্লামেন্ট অধিবেশন শুরু
বৈদেশিক মুদ্রার সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার দেশটির আইনপ্রণেতারা পার্লামেন্ট অধিবেশনে মিলিত হয়েছেন। আর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পার্লামেন্ট ভবনের বাইরে কড়া নিরাপত্তা প্রহরায় রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। খবর রয়টার্স।
এর আগে গতকাল সোমবার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
ভাষণে চলমান সংকট নিরসনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া, চলমান সংকট নিরসনে জরুরিভাবে সাড়ে সাত কোটি ডলার প্রয়োজন বলে ভাষণে উল্লেখ করেন তিনি। কিন্তু অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশটির প্রয়োজনীয় আমদানির জন্য ডলার খুঁজে পাওয়া যাচ্ছে না।