![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/05/17/0f4efc73c012499249b6a66fce9bcda2-628340698ebc6.jpg)
ঘর সাজাতে বহুমুখী আসবাব
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৭ মে ২০২২, ১৩:৩১
এখন বাসা, বাড়ি, ফ্ল্যাটে সবাই একধরনের ফিউশন আসবাব ব্যবহারের দিকে ঝুঁকেছে। অল্প জায়গায় অনেক কিছু আঁটিয়ে নেওয়াই এর মূল কারণ। সেদিকে লক্ষ রাখতেই বহুমুখী আসবাবের ব্যবহার।
সোফাটা হবে বিছানা
বেড-কাম সোফা ধাঁচের এ আসবাবগুলোর দেখা মিলছে আমাদের দেশেও। সময় ও চাহিদা অনুযায়ী যখন খুশি সোফা, আবার যখন খুশি বিছানাও করে ফেলা যায়। এতে করে ঘরে দুটি আসবাবের জায়গা দখল হয় না। আবার কাজও হয়ে যায়।
- ট্যাগ:
- লাইফ
- ঘর সাজানোর টিপস