ফিরে এলেন দুঃসাহসী নাবিক

ঢাকা পোষ্ট পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রকাশিত: ১৭ মে ২০২২, ১৩:১১

স্মৃতিতে ভীষণ উজ্জ্বল দুটো দিন, একটি বাহাত্তরের ১০ জানুয়ারি, অপরটি একাশির ১৭ মে। দুটো দিনই ছিল নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন। কিন্তু বাস্তবতা ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, অনুভূতি ভিন্ন।


প্রথমটিতে নিজস্ব ভুবনে ফিরেছিলেন ইতিহাসের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু আর প্রায় দশ বছর পর দ্বিতীয়টি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শ্বাপদ-সংকুল স্বদেশ জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যাবর্তন। অমোচনীয় কালিতে লেখা ইতিহাসের দিন দুটোর প্রেক্ষাপট, বাস্তবতা, আবেগ নিয়ে কিছু কথা বলে নিতে চাই।


একাত্তরে দীর্ঘ নয় মাস বর্বর পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় দোসরদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে ডিসেম্বরের ষোল তারিখে বাঙালি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছিল। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ত্রিশ লাখ শান্তিপ্রিয় মানুষের মিলিত রক্তস্রোতের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছিল প্রিয় স্বাধীনতা।


পেয়েছিল চির শৃঙ্খলিত মাতৃভূমির হাজার বছরের প্রত্যাশিত মুক্তি। পেয়েছিল চুয়ান্ন হাজার বর্গমাইলকে ছায়া দেওয়া এক উজ্জ্বল মুক্ত আকাশ। অর্জিত হয়েছিল শতনদী বিধৌত সুজলা সুফলা শস্য শ্যামলা স্বাধীন স্বদেশভূমি-বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও