স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মে ২০২২, ১১:৩৫
‘ডিমেনশা’ বা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হলে চলনে, বলনে, চেনা-জানায় সমস্যা হয়।
বিশ্বস্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, “বিশ্বব্যাপি প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ ‘ডিমেনশা’তে আক্রান্ত। এই রোগে স্মৃতিশক্তি কমে, ভাষাগত দক্ষতা কমে, পাশাপাশি মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতাও দুর্বল হতে থাকে ক্রমেই। ফলে দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো করতেও মানুষের সমস্যা হয়।
যুক্তরাষ্ট্রের ‘আলৎঝাইমার’স অ্যাসোসিয়েশন’য়ের মতে, ‘ডিমেনশা’ কোনো একক রোগ নয়। হৃদরোগ বলতে যেমন হৃদযন্ত্রের বিভিন্ন রোগ বোঝায়, ‘ডিমেনশা’ বলতেও মস্তিষ্কের বিভিন্ন সমস্যার সমষ্টিকে বোঝায়।
‘আলৎঝাইমার’স ডিজিজ’ও ‘ডিমেনশা’র অন্তর্ভুক্ত।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রোগের লক্ষণ
- স্মৃতিভ্রংশ