তামিমের অর্ধশতক, পাঁচ বছর পর ওপেনিং জুটিতে রেকর্ড

যুগান্তর প্রকাশিত: ১৭ মে ২০২২, ১১:১৬

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সকালে তামিম ইকবালের অর্ধশতকে দারুণ সূচনা করলেন টাইগাররা। আগের দিন ৩৫ রানে অপরাজিত থাকা তামিম পাঁচ ওভারের মধ্যে নিজের অর্ধশতক পূর্ণ করলেন।


তৃতীয় দিন সকালে আগের দিনের সঙ্গে ১৫ রান যোগ করতে ২১ বল খেলেন তামিম। প্রথম ওভারে রমেশ মেন্ডিসের ওভার থেকে নেন ৩ রান। 


পরের ওভারে বিশ্ব ফার্নান্দোকে দুই চার হাঁকান। পরের ওভারে অবশ্য মেডেন দেন এই ব্যাটসম্যান। পরের ওভারে ১ রান নেওয়া তামিম মেন্ডিসের করা দিনের পঞ্চম ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন।


সব মিলিয়ে ৭৩ বলে ৭ চারে অর্ধশতক পূর্ণ করেন তামিম। এটি তামিমের ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। ফিফটিতে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার ৯০০ রান পূর্ণ করেছেন। অপেক্ষা আর ১০০ রানের। 


তৃতীয় দিন সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত জয় খেলেছেন মাত্র ৯ বল। যেটি থেকে করেছেন মাত্র ৫ রান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও