পাথর সংগ্রহ করে মৃত্যুদণ্ডের মুখে

প্রথম আলো ইরাক প্রকাশিত: ১৭ মে ২০২২, ১০:৫০

অবসরপ্রাপ্ত ব্রিটিশ ভূতত্ত্ববিদ জিম ফিটনসহ (৬৬) দুজন ইরাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। অপরাধ, তাঁরা ইরাকের প্রত্নতাত্ত্বিক এলাকা ইরিদু থেকে ১২টি পাথর ও মৃৎপাত্রের কিছু টুকরা তুলে সঙ্গে নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে প্রত্নবস্তু পাচারের অভিযোগ আনা হয়েছে।


অভিযুক্ত অপর ব্যক্তি হলেন ফিটনের ফেলো জার্মানির নাগরিক ফলকার ভালডমান। গত রোববার প্রথমবারের মতো তাঁদের আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট। এ সময় তাঁদের গায়ে বন্দীদের জন্য বরাদ্দ হলুদ রঙের পোশাক ছিল। গত ২০ মার্চ বাগদাদ ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও