হালদা নদী থেকে ডিম সংগ্রহ শুরু, আগের মতো মিলছে না এবার
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ডিম সংগ্রহ শুরু হয়েছে। রবিবার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত নদীর রাউজান ও হাটহাজারীর বিভিন্ন পয়েন্টে রুই, কাতলা, মৃগেল, কালোবাউশসহ কার্পজাতীয় মাছের ডিম সংগ্রহ করা হয়েছে।
তবে গতকাল দিনভর সংগ্রহকারীরা নদীতে নৌকা দিয়ে জাল ফেলেও প্রত্যাশিত ডিম পাননি। ফলে বহু ডিম সংগ্রহকারী হতাশ হয়ে বাড়ি ফেরেন।
হালদাবিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, এবার রাউজান-হাটহাজারীর সাড়ে ৬০০ লোক ৩১৫টি নৌকা নিয়ে নদীতে ডিম সংগ্রহ করতে নামেন। তাঁদের ডিম সংগ্রহের পরিমাণ তিন হাজার কেজি, যা আগের বছর ছিল আট হাজার কেজি। এরও আগের বছর ছিল ২৫ হাজার ৫৩৬ কেজি। তিনি আরো বলেন, ‘নদীতে পাহাড়ি ঢল, পর্যাপ্ত ঝড় এবং বৃষ্টি না হওয়ায় মা মাছের ডিম দেওয়ার পরিমাণ কমে গেছে। ’