কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিবাহ বিচ্ছেদ আইন নেই, ডিভোর্স কীভাবে?

রোহিনী নামের একজন ছেলে দুজন মেয়ে– ইতি রানী এবং মমতা রানীকে এক আসরে বিয়ে করার যে ঘটনাটি ঘটিয়েছিল তা আসলেই আইনগতভাবে ঠিক এবং সমাজের চোখে প্রশংসিত ছিল। কারণ বাংলাদেশের হিন্দু আইনে পুরুষদের একসঙ্গে অনেকগুলো বিয়ে করতে কোনো বাধা নেই। যদিও আমাদের অনেকের চোখে এটা নোংরা ও নিষ্ঠুর কাজ।

একমাস না যেতেই সেই দুই মেয়ের একজন মমতা রানী নাকি ‘ডিভোর্স’ দিয়েছে, যা আইনগত নয়। অর্থাৎ পুরুষতান্ত্রিক এই সমাজে একটি বহু প্রশংসিত আইনসম্মত নোংরা কাজ দৃশ্যত; বেআইনি পন্থায় অবসান হয়েছে। কিন্তু অবসান কি হয়েছে? মেয়ে দুটির জীবনের তিক্ততা ও কষ্ট শেষপর্যন্ত তাদের কোথায় নিয়ে যাবে আমরা কেউ এখনই বলতে পারি না। আমরা জানি না এই ছেলেটার প্রেম খেলার শিকার দুই মেয়ের কোনো একজন প্রতিকারের জন্য ফৌজদারি আইনের আশ্রয় নিতে যাবে কি না।

আমরা জানি না ছেলেটি গ্রেফতার হবে কি না। আমরা জানি না ক্ষতিগ্রস্ত এই মেয়েটি এধরনের বেআইনি বিচ্ছেদের মাধ্যমে আদৌ কোনো ক্ষতিপূরণ পেয়েছে কি না। অথচ মেয়েটির সামাজিক অবস্থান, ব্যক্তিগত জীবন, আবেগ অনুভূতি এবং ভবিষ্যৎ সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সন্দেহ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন