সংকট ছড়িয়েছে শেয়ারবাজারেও

প্রথম আলো প্রকাশিত: ১৭ মে ২০২২, ০৯:৪১

মুদ্রাবাজার ও পণ্যবাজারের অস্থিরতা এখন ছড়িয়েছে শেয়ারবাজারেও। কারণ, এ বাজারে বিনিয়োগ যাঁরা করবেন, তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। সাধারণ মানুষ যাঁরা বাড়তি আয়ের আশায় শেয়ারবাজারে কিছু বিনিয়োগ করেন, তাঁরা জীবনযাত্রার বাড়তি খরচ সামাল দিতেই হিমশিম খাচ্ছেন। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও রয়েছেন অর্থের সংকটে। আর অল্প কিছু যে বিদেশি বিনিয়োগ এ দেশের শেয়ারবাজারে রয়েছে, তাঁরাও ডলারের দামের অস্থিরতায় শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এ অবস্থায় গতকাল বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এ দরপতনে বড় সংকট ছিল ক্রেতার।


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩৪ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে। এতে প্রধান সূচকটি আবারও সাড়ে ৬ হাজার পয়েন্টের মাইলফলকের নিচে নেমে এসেছে। এর আগে সর্বশেষ গত ৭ মার্চ সর্বোচ্চ ডিএসইএক্স সূচকটি ১৮২ পয়েন্ট বা পৌনে ৩ শতাংশ কমেছিল। গতকালের বাজারে লেনদেন হওয়া ৯১ শতাংশ প্রতিষ্ঠানেরই শেয়ারের দরপতন হয়েছে। এদিন ৩৮১টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। যার মধ্যে ৩৪৮টির দাম কমেছে, বেড়েছে মাত্র ২৬টির আর অপরিবর্তিত ছিল ৭টির দাম। যেসব প্রতিষ্ঠানের দাম কমেছে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারের ক্রেতাসংকট ছিল। ফলে এসব শেয়ার দিনের সর্বনিম্ন দামে নেমে আসে। তা–ও ক্রেতা ছিল খুবই কম। সে জন্য এসব শেয়ারের হাতবদল হয়েছে কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও