ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনার পন্থা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মে ২০২২, ১৯:৪৫
রোদে পুড়ে ত্বকের স্বাভাবিক রং হারালে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সহজেই ফিরিয়ে আনা যায় উজ্জ্বলভাব।
শুধু মুখের ত্বক নয়, গলা, ঘাড়, হাত ও শরীরের যেসব অংশ রোদে পুড়ে তামাটে-কালচে হয়ে যায় সেখানেই ব্যবহার করতে হবে প্রাকৃতিক উপাদান।
আর সেই পদ্ধতি দিয়েছেন ভারতের ‘ব্লসোম কোচার গ্রুপ অব কোম্পানিজ’য়ের পরিচালক ব্লসোম কোচার।
টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “রোদে পোড়াভাব কমাতে টমেটোর পেস্ট খুব ভালো কাজ করে। এটা ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি ত্বকের রংয়ের ভারসাম্য বজায় রাখে। আর ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য বাড়ায়।”