মুখ বেঁকে গেলে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৬ মে ২০২২, ১৬:১৯
হঠাৎ করে কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মুখ একদিকে বেঁকে গেছে। কুলি করতে গেলে পানি ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে। চোখ বন্ধ করতে পারছেন না। ফেসিয়াল নার্ভ আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেলে এই ফেসিয়াল প্যারালাইসিস বা বেলস পলসি হয়। এতে মুখের পেশিগুলো দুর্বল হয়ে যায় বা এক পাশ প্যারালাইজড হয়ে যায়।
কাদের বেশি হয়
এটি যেকোনো বয়সের নারী ও পুরুষের হতে পারে। তবে পুরুষের তুলনায় নারীদের এ রোগটি বেশি দেখা যায়। এ ছাড়া গর্ভাবস্থায়, ফুসফুসের সংক্রমণে, ডায়াবেটিস ও পরিবারিক ইতিহাস থাকলে ফেসিয়াল পলসি হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- প্যারালাইসিস
- ফুসফুসের জটিলতা