![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252Fd386d903-7609-438b-a21c-cd45fad8a84c%252FUntitled_1.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ভালো থাকুন কলেরা প্রতিরোধে করণীয়
প্রথম আলো
প্রকাশিত: ১৬ মে ২০২২, ০৯:৩৯
কলেরা একটি মারাত্মক ডায়রিয়াজনিত রোগ। একসময় এই রোগে অনেক মানুষ মারা যেত। এখন মৃত্যুহার অনেক কমে গেছে। তবে কলেরা প্রতিরোধযোগ্য রোগ। উন্নত পয়োনিষ্কাশন, নিরাপদ ও বিশুদ্ধ পানি ও খাদ্য এবং হাত ধোয়ার মাধ্যমে কলেরা প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি এর বিরুদ্ধে কার্যকর টিকাও আবিষ্কৃত হয়েছে।
করোনার ঢেউ স্তিমিত হওয়ার পরপরই এ বছর দেশে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিবছর দেশে প্রায় ১২ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়। এর মধ্যে কমপক্ষে তিন লাখ মানুষ আক্রান্ত হয় তীব্র পর্যায়ের কলেরায়।
দেশে কলেরা প্রতিরোধের জন্য ব্যাপক হারে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরের ছয়টি স্থানে টিকাদান শুরু হচ্ছে। এক বছরের বেশি বয়সী সবাইকে এই টিকা খাওয়ানো হবে।