You have reached your daily news limit

Please log in to continue


“ভ্লাদিমি পুতিন” সাহেব কবে আমাদের দেশে এসে রেল ভ্রমণ করে গেলেন…

“ভ্লাদিমি পুতিন” সাহেব কবে আমাদের দেশে এসে রেল ভ্রমণ করে গেলেন তা আমরা কেউ জানলাম না, এটা খুবই দু:খজনক বিষয়। এভাবে চলতে থাকলে “বাইডেন” সাহেব এসে রেলে উঠলে সেটাও হয়ত কেউ জানতে পারব না।

প্রয়াত জর্জ ওয়াশিংটন বা উইন্সটন চার্চিল টিকিট কাটলেও অবাক হবার কিছু নেই।

ফান করলাম। কিন্তু সরকারি সিস্টেমে ফান করার কোন অবকাশ নেই।

জগতের কোথাও পাসপোর্ট কিংবা অথোরিটি কর্তৃক ভেরিফাইড নাম ছাড়া অন্য নামে রেল টিকিট করতে পারবে না। কারণ টিকিট করার সময় সিস্টেম তা যথাযথভাবে যাচাই করেই তবে টিকিট ইস্যু করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন