গরমেও হতে পারে গলা ব্যথা?

eisamay.com প্রকাশিত: ১৫ মে ২০২২, ১৯:১৬

গরম (Summer) পড়েছে। পাশাপাশি হচ্ছে বৃষ্টিও (Rain)। সকালে গরমের দাপটে ঘেমে নেয়ে স্নান। পাশাপাশি রয়েছে আর্দ্রতা। আবার বিকেল পেরতেই বিভৎস বৃষ্টিতে একেবারে সমস্যার শেষ নেই। সেখানেও ভিজে নিয়ে স্নান হয়েছেন অনেকে। আবহাওয়ার এই খামখেয়ালিতে মানুষের শরীরে তৈরি হচ্ছে একের পর এক জটিলতা। তাই সতর্ক থাকাটা হয়ে যায় খুবই জরুরি। কারণ আপনার অসতর্কতায় এই সময়ে ভাইরাল অসুখে আক্রান্ত হওয়া সম্ভব।


আসলে এই সময়টাই ছেয়ে রয়েছে বিভিন্ন ভাইরাস। করোনা তো রয়েছেই। এই ভাইরাসের অন্যতম লক্ষণ হল গলা ব্যথা। পাশাপাশি ফ্লু (Flu) ভাইরাসের কথাও কিন্তু ভুলে গেলে চলবে না। তাই এই ভাইরাসটি নিয়েও মানুষকে আলাদা করে ভাবতে হবে। এবার ফ্লু ভাইরাসের কারণে মানুষের গলা ব্যথা (Throat Pain) হতেই পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে তৈরি থাকতে হবে। তবেই সমস্যা থেকে রেহাই পাওয়া হয়ে যাবে সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও