![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F626d5b00-9718-4781-aaf7-3b5b0cb86a77%252FElection.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
ভোলার মনপুরা ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা
ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। মনপুরা ইউনিয়ন ভেঙে দুটি ইউনিয়ন গঠিত হলেও সীমানা নির্ধারণ ও ভোটার বিন্যাস না হওয়ায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ রোববার মনপুরা উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নকে ভেঙে আরেকটি ইউনিয়ন গঠন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদ। গত ২১ এপ্রিল নতুন ইউনিয়ন গঠনের গেজেট প্রকাশিত হয়। এদিকে নির্বাচন কমিশন ২৫ এপ্রিল ১ নম্বর মনপুরা ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে।