![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2022%2F05%2F15%2Fkgf_2_earning.jpg%3Fitok%3D4doXePuc%26timestamp%3D1652613565)
কেজিএফ ২ : সিনেমা হল থেকেই লাভ ৮২০ কোটি টাকা!
ভারতীয় সিনেমায় ঝড় তোলা রকি ভাই ব্যবসায়ে তুফান ছুটিয়েছে। বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমাটির মুক্তির ৩১ দিনে নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৩৬ কোটি রুপি। সর্বভারতীয় তারকা বনে গেছেন কন্নড় সুপারস্টার ইয়াশ।
ভারতের বিনোদনভিত্তিক পোর্টাল কইমই ডটকম এক প্রতিবেদনে দাবি করেছে, সব ব্যয় বাদে সিনেমা হল থেকেই ‘কেজিএফ টু’ সিনেমার লাভ হয়েছে ৭৩৬ শতাংশ। ৩১ দিনে সব ভাষা মিলিয়ে সিনেমাটির আয় ৮৩৬ কোটি রুপি; সিনেমাটির মোট বাজেট ১০০ কোটি। এই হিসাবে শুধু সিনেমা হল থেকে রকি ভাইয়ের ঘরে গিয়েছে ৭৩৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮২০ কোটি টাকার বেশি।