![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/All-time-record-in-beer-sales-in-West-Bengal-2205151126.jpg)
বিয়ারে মত্ত পশ্চিমবঙ্গ, দু’মাসে আয় ৪০০ কোটি!
ভারতের পশ্চিমবঙ্গে গত দুই মাসে বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড হয়েছে। প্রচণ্ড গরমে দিনে প্রায় ২০ লাখ বক্স করে বিয়ার বিক্রি হয়েছে। সাধারণভাবে গরমের সময় রাজ্যে প্রতিদিনে দশ লাখ বক্স করে বিয়ার বিক্রি হয়।
এবার বিক্রি হয়েছে প্রায় দ্বিগুণ। এর ফলে গত দুমাসে এই খাতে রাজ্যের আয় প্রায় ৪০০ কোটি রুপি বলে প্রশাসন সূত্র জানিয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিয়ার
- মদ-বিয়ার