রবি ঠাকুরের ‘গীতবিতান’-এর চেয়ে দামি মমতার ‘কবিতাবিতান’, আরও একবার কটাক্ষ শ্রীলেখার
সাহিত্য সাধনার জন্য পশ্চিমবঙ্গের বাংলা আকাদেমির পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'কবিতাবিতান' কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে মমতাকে।
এ নিয়ে ফেসবুকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আগেই কটাক্ষ করেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত মঙ্গলবার মমতার লেখা কবিতা পাঠ করেছিলেন শ্রীলেখা। এবার রবিঠাকুরের 'গীতবিতানে'র সঙ্গে মমতার 'কবিতাবিতান'-এর তুলনা করলেন তিনি।
ভাবছেন কেসটা কী? আসলে এই দুটি বইয়ের মূল্যের তুলনা টেনেছেন নায়িকা। ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন অভিনেত্রী, তাতে দেখা যাচ্ছে, অনলাইন সংস্থার ওয়েবসাইটে 'গীতবিতান'-এর চেয়েও বেশি দাম 'কবিতাবিতান'-এর! দু'টি বইয়ের দামের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। সঙ্গে ব্যঙ্গের সুরে লিখেছেন, ' উড়িয়া গেলো কেমনে? আমার মনবিতান থেকে কে যেন হাম্বা ডাকিতেছে, যাই দেখিয়া আসি জপাং হইবার পূর্বে'।