![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Feb/03/1643893474091.jpg&path=/uploads/news/2022/May/15/1652597935411.jpg&width=600&height=315&top=271)
ফরিদপুরে ৪৮০০ লিটার সয়াবিন তেল জব্দ
ফরিদপুরে একটি গোডাউন থেকে ৪ হাজার ৮শ লিটার ভোজ্যতেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তেল মজুদকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মে) বিকেলে শহরের শোভারামপুর এলাকার একটি গোডাউন থেকে তেলগুলো জব্দ করা হয়।
অধিক লাভের আশায় হাজী শরিয়াতুল্লাহ বাজারের সুবল স্টোরের মালিক কানাই লাল পোদ্দার পূর্বের দামের বোতলজাত সয়াবিন তেল মজুদ করে রাখে। বসুন্ধরা ও তীর কোম্পানির বোতলজাত সয়াবিন তেল মজুদ করে রাখেন ওই ব্যবসায়ী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঠালি বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে শোভারামপুরের একটি গোডাউনে তল্লাশি করা হয়। এসময় সেখানে প্রায় সাড়ে ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেলের সন্ধান পাই। বেআইনি উপায়ে তেল মজুদ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পূর্বমূল্য অনুযায়ী জব্দকৃত তেল গোডানের সামনে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দেওয়া হয়।