পাসওয়ার্ড সুরক্ষা দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট
সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্বয়ংক্রিয় প্রযুক্তি 'গুগল অ্যাসিস্ট্যান্ট'। এ জন্য গুগল অ্যাসিস্ট্যান্টে চালু হয়েছে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তনের সুবিধা। এ ফিচারের আওতায় দুর্বল, চুরি কিংবা ফাঁস হওয়া পাসওয়ার্ড বিষয়ে অ্যান্ড্রয়েড ও ক্রোম ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠাবে গুগল অ্যাসিস্ট্যান্ট। পাশাপাশি চুরি হওয়া পাসওয়ার্ডের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে 'পাসওয়ার্ড বদল করুন' এমন নোটিফিকেশনও দেখাবে গুগলের এ সহকারী।
হ্যাক হওয়া পাসওয়ার্ডের মাধ্যমে হ্যাকার চক্র কোনো অনভিপ্রেত কার্যক্রম পরিচালনা করতে চাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে ওই পাসওয়ার্ডও বদলে দেবে! ব্যবহারকারী চাইলে নতুন পাসওয়ার্ডেরও নিয়ন্ত্রণ নিতে পারবেন। গুগল অ্যাসিস্ট্যান্টের নতুন এ ফিচার ডুপ্লেক্সের গুগল ওয়েব সংস্করণের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে ওয়েবসাইটগুলো পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করে। গত বছরের মে মাসে গুগলের আইও সম্মেলনে নতুন এ ফিচারটির বিষয়ে জানানো হয়। কিছুসংখ্যক ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।