![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252Fb5bfc5f7-4318-4508-83a6-94b414f1651a%252FNoakhali_DH0516_20220514_Noakhali_BNP_14052022_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
যত শক্তিশালি ভাবা হয়, সরকার তত শক্তিশালী নয়
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘যত শক্তিশালী ভাবা হয়, আমি মনে করি, সরকার তত শক্তিশালী নয়। সরকার যদি তত শক্তিশালী হতো, তাহলে ওবায়দুল কাদের সাহেবের মুখ থেকে ফরিদপুরের সম্মেলনে এ কথা বের হতো না।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগে থেকেও কোটি কোটি টাকা পাচার করে, এরা কারা? এদের চিহ্নিত করতে হবে। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে মোহাম্মদ শাহজাহান বলেন, ‘উনি তো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। কোর্টে নেওয়ার আগে, জনতার আদালতে দাঁড়ানোর আগেই উনি স্বীকারোক্তি দিয়েছেন।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে