কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিতু-বাবুলের সন্তানদের কেন পাচ্ছে না পিবিআই?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ মে ২০২২, ১৩:০৭

আদালতের একাধিকবার নির্দেশের পরও মাহমুদা আক্তার মিতু ও বাবুল আক্তারের দুই সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য পায়নি হত্যা মামলার তদন্ত সংস্থা পিবিআই।


আদালতের নির্দেশেও তাদের হাজির না করায় মিতুর দুই সন্তানের নিরাপত্তা নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন তাদের নানা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন।


১৩ বছরের ছেলে এবং ৯ বছরের মেয়েটি এখন বাবুলের পরিবারের হেফাজতে রয়েছে।


বাবুলের ভাই হাবিবুর রহমান বলছেন, আদালত প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে শিশু দুটিকে মাগুরা গিয়ে জিজ্ঞাসাবাদে আদেশ দিলেও তদন্ত সংস্থা তা মানেনি।


ছয় বছর আগের মিতু হত্যা মামলার তদন্তে গত বছর নাটকীয় মোড়ের পর এখন স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুলই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।


২০১৫ সালের ৫ জুন চট্টগ্রামে যখন সড়কে খুন হয়েছিলেন মিতু, তখন তার সঙ্গেই ছিল বড় ছেলেটি। সে কারণে তার সাক্ষ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তদন্তকারীদের কাছে।


তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুদের জিজ্ঞাসাবাদে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করি। আদালত ১৫ দিনের মধ্যে বাচ্চাদের হাজির করতে আদেশ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও