You have reached your daily news limit

Please log in to continue


চেলসির প্রতিশোধ নাকি লিভারপুলের ‘ডাবল’

ঠিক ৭৬ দিন আগে চেলসি এবং লিভারপুল মুখোমুখি হয়েছিল মৌসুমের প্রথম ঘরোয়া শিরোপার লড়াইয়ে। কারাবাও কাপ ফাইনালে টাইব্রেকারে সেদিন জয়ের হাসি হেসেছিল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। আরও একটি কাপ ফাইনাল হেরে হতাশায় ডুবতে হয়েছিল চেলসি কোচ থমাস টুখেলকে। আজ (শনিবার) রাতে ক্লপের সামনে থাকছে ঘরোয়া কাপ ডাবল পূর্ণ করে বহুল চর্চিত কোয়াড্রুপলের পথে আরেক পা এগিয়ে যাবার সুযোগ। অপরদিকে চেলসিতে এসে এরই মধ্যে দুই কাপ ফাইনালে হারা টুখেল পাচ্ছেন মৌসুমের একমাত্র শিরোপা জয়ের সুযোগ, সঙ্গে লিগ কাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ হতে পারে বাড়তি পাওনা।

১৬ বছর আগে ২০০৬ সালে শেষ এফএ কাপের শিরোপা ঘরে তুলেছিল লিভারপুল। এরপর ২০১২ সালে ফাইনালে উঠলেও এই চেলসির কাছে হেরেই সেবার শিরোপা বঞ্চিত থেকেছিল তারা। চেলসির অবশ্য কাপভাগ্য বরাবরই ভালো। আটবারের চ্যাম্পিয়নরা বর্তমান শতাব্দীতে পৃথিবীর প্রাচীনতম এই শিরোপা জিতেছে পাঁচবার। সর্বশেষ আন্তোনিও কন্তের অধীনে ২০১৭-১৮ মৌসুমে এফএ কাপ ওয়েম্বলিতে জয়োৎসব করেছিল তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন