অপরাজিতর মতো ছবি বানাতে সাহস লাগে!
মুক্তি পেয়েছে অনীক দত্ত পরিচালিত ছবি অপরাজিত। কিংবদন্তি সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা গেছে অভিনেতা জিতু কমলকে। ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই এ ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। সত্যজিৎ রায়ের তৈরি ‘পথের পাঁচালী’ ছবি নির্মাণের নেপথ্যের কথা উঠে এসেছে এ ছবিতে। ছবিতে সত্যজিতের স্ত্রী বিজয়া রায়ের চরিত্রে অভিনয় করেছেন সায়নী ঘোষ।
ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে শুক্রবার। তার ঠিক আগে একটি লম্বা পোস্ট করেছেন সায়নী। ছবি নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তার প্রতিক্রিয়াও দিয়েছেন এ অভিনেত্রী। সায়নী লিখছেন, ‘অপরাজিত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এবং উত্তেজনা নজর কাড়া।। ছবিটি আজকে রিলিজ করছে এবং ইতোমধ্যেই ৪০ শতাংয় প্রি-বুকিং শুরু হয়েছে। মানিক বাবুর পথের পাঁচালী বানাতে যা সময় বা কষ্ট বা ধৈর্য লেগেছিল, সেই তুলনায় কম হলেও অপরাজিত ছবি বানাতে স্পট বয় থেকে শুরু করে প্রোডিউসার সবার ই কাল ঘাম ছুটে গেছে।’
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা নির্মাণ
- সায়নী ঘোষ