![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F9b4cac2b-7509-4ee3-978d-fc8146fb2d0c%252Fprothomalo_bangla_LOgo.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
তিন উপজেলা ও পাঁচ পৌরসভায় আ.লীগের প্রার্থী মনোনয়ন
দেশের তিনটি উপজেলা ও পাঁচটি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে অষ্টম ধাপে ১৪০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।
শুক্রবার গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থিতা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডেরও সভাপতি। বৈঠক শেষে রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকা জানানো হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলায় মো. সফিউল আযম চৌধুরী, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মঞ্জুর কাদির শাফি, খাগড়াছড়ির গুঁইমারা উপজেলায় মেমং মারমাকে চেয়ারস্যান পদে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।