![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F07%252F23%252Fc9ad78361b124a18b0cebd849221730a-5f19006c8f7f4.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান
প্রথম আলো
প্রকাশিত: ১৩ মে ২০২২, ১৬:৩১
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাঁদের যেতে হয়েছে, তাঁদের অধিকাংশেরই মূল ভয়ের জায়গা ছিল প্রি-অপারেটিভ রুম (অস্ত্রোপচারের আগমুহূর্তে যে কক্ষে রোগীকে রাখা হয়)। ভয় বা আতঙ্কের উৎস হলো অজ্ঞানতা। তাই প্রি-অপারেটিভ রুম সম্পর্কে ভালোভাবে জানা থাকলে সহজেই এ আতঙ্ক কাটানো যায়।
প্রি-অপারেটিভ রুম কী
সাধারণত অস্ত্রোপচারের রোগীরা হাসপাতালের কেবিন বা ওয়ার্ডে ভর্তি থাকেন। সেখান থেকে অস্ত্রোপচারকক্ষে যাওয়ার আগে একটা নির্দিষ্ট রুমে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এ ঘরই প্রি-অপারেটিভ রুম। সব অস্ত্রোপচারেরই নির্দিষ্ট সময় থাকে। সে সময়ের আধা ঘণ্টা আগে রোগীকে প্রি-অপারেটিভ রুমে নিয়ে আসা হয়। এরপর ওটি (অপারেশন থিয়েটার বা অস্ত্রোপচারকক্ষ) খালি থাকা সাপেক্ষে এখানে অবস্থান করে অপেক্ষা করতে হয়।