কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেশি বয়স, বেশি অভিজ্ঞতা, বেশি দায়িত্ব, বেশি চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন প্রভাষ আমিন প্রকাশিত: ১৩ মে ২০২২, ১৬:২০

প্রিয়জন জুলফিকার রাসেল একদিন ফোন করে বললেন, একটা নতুন অনলাইন পোর্টাল আসছে। তিনি সেটার দায়িত্বে। একটা লেখা যেন দেই। সত্যি কথা বলছি, একটি নতুন অনলাইন আসছে; এটাকে আমি খুব একটা সিরিয়াসলি নেইনি। বাংলাদেশে যেভাবে ব্যাঙের ছাতার মতো অনলাইন পোর্টাল জন্মায়, তাতে এটি সিরিয়াস হওয়ার মতো বিষয়ও নয়।


যখন লিখেছি, তখনও আমি পোর্টালটির নামও জানতাম না। আমি শুধু জুলফিকার রাসেলকে পছন্দ করি বলেই লিখেছিলাম। ভেবেছিলাম, নতুন নিউজ পোর্টাল টিকবে কী টিকবে না তাতে তো আমার কিছু যায় আসে না। সেই নাম না জানা নিউজ পোর্টালের বয়স আজ ৮ বছর। অনলাইন নিউজ পোর্টাল জগতে পাঠকের আস্থার নাম বাংলা ট্রিবিউন।


রাসেল লেখা নেওয়ার ক’দিন পর যখন লিংক পেলাম তখন আসলে সিরিয়াস হতেই হলো। একটু চমকেও গেলাম। এতটা আমি আশা করিনি। জুলফিকার রাসেলের গীতিকবিতার মতোই স্নিগ্ধ, রুচিশীল, অভিজাত, ঝকঝকে, পরিচ্ছন্ন একটি পোর্টাল। প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী। আমি প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেলাম বাংলা ট্রিবিউনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও