নাতি-নাতনি জন্ম দেওয়ার দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা
এক বছরের মধ্যে নাতি বা নাতনি জন্ম দেওয়ার দাবিতে ছেলে-ছেলেবউয়ের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক দম্পতি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ড রাজ্যে। রাজ্যের বাসিন্দা সঞ্জীব প্রসাদ (৬১) ও সাধনা প্রসাদ ৫৭) দম্পতি গত সপ্তাহে আদালতে মামলাটি করেছেন। একে বিরল মামলা হিসেবে দেখা হচ্ছে।
উত্তরাখন্ডের হরিদ্বারের আদালতে করা মামলাটির ওপর ১৭ মে শুনানি হতে পারে বলে আশা করা হচ্ছে।
সঞ্জীব-সাধনা দম্পতির ছেলের নাম শ্রেয় সাগর (৩৫)। ছেলেবউয়ের নাম শুভাঙ্গী সিনহা (৩১)।
এক বছরের মধ্যে নাতি বা নাতনি এনে দিতে না পারলে ক্ষতিপূরণও দাবি করেছেন সঞ্জীব-সাধনা দম্পতি।
- ট্যাগ:
- জটিল
- সন্তান জন্ম
- ছেলের বিরুদ্ধে অভিযোগ