![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/05/13/6f3fb3db87d982e14e85c219bed2b49d-627dc349c6e09.jpg)
অভিনয়ে নিয়মিত হবেন পড়শী
বেশ কয়েক বছর আগে ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন পড়শী। এরপর গত ১০ বছরে বহু নাটকে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু গল্প ও চরিত্র কোনোটাই তাঁর মন ছুঁয়ে যেতে পারেনি। অনেক বছর পর পড়শী মনের মতো গল্প আর চরিত্র পেলেন। অভিনয় করলেন ঈদের একটি নাটকে। নাম ‘মারিয়া ওয়ান পিস’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। নাটকটি আরটিভিতে প্রচারের পর বেশ সাড়া ফেলে। চ্যানেলে প্রচারের পর নাটকটি আরটিভির ইউটিউব চ্যানেলে প্রচার হয়। ৬ মে ইউটিউবে প্রকাশিত এ নাটকটি প্রায় সাত লাখ দর্শক দেখেছেন। পড়শীর অভিনয়ে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন। অনেক ভক্তই পড়শীকে অভিনয়ে নিয়মিত হওয়ার অনুরোধ করছেন।
কিন্তু পড়শী কী ভাবছেন? জানতেই কথা হলো তাঁর সঙ্গে। পড়শী বলেন, ‘এত সাড়া পাব, সত্যিই আশা করিনি। কয়েক বছর আগে ডলি সায়ন্তনী আপুর সঙ্গে একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম, তাঁর ছোট বোনের চরিত্রে। এরপর অনেক নাটকে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু ভালো লাগেনি গল্প, চরিত্র। আরটিভির সিইও আশিক ভাই বিশেষভাবে অনুরোধ করায় এবার কাজটি করেছি। একটি নাটকের পুরো গল্পটা আমাকে টানতে হবে, এটা নিয়ে একটু ভয়ে ছিলাম। পরিচালক বাবু ভাই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আম্মু সাহস দিয়েছেন। সব মিলিয়ে ভালো যে হয়েছে, তা এখন বুঝতে পারছি।’
- ট্যাগ:
- বিনোদন
- অভিনয়ে নিয়মিত
- সাবরিনা পড়শী