প্রথমবারের মতো চিত্রিত হলো ব্ল্যাক হোলের ছবি
ইত্তেফাক
প্রকাশিত: ১৩ মে ২০২২, ১১:৩২
মহাবিশ্বের ছায়াপথের কেন্দ্র থাকা রহস্যময় দৈত্যাকার কৃষ্ণ গহ্বরের আলোকচিত্র প্রথমবারের মতো ধারণ করলো জ্যোতির্বিজ্ঞানীরা। ‘মিল্কি ওয়ে’-এর অন্দরে প্রথমবার ‘ব্ল্যাক হোল’-এর ছবি তোলা পদার্থবিদ্যার জগতে একটা বড়সড় ঘটনা।
বিজ্ঞানীদের দাবি, সব কয়টি সৌরজগতে এমনকি আমাদের সৌরজগতের কেন্দ্রেও এমন ব্ল্যাক হোল রয়েছে। যার মধ্যে দিয়ে যেতে পারে না পদার্থ ও আলো। এমন এক অস্তিত্বের ছবিকে ধরা নিঃসন্দেহে একটি বড় বিষয় ছিল। ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ কোলাবোরেশনের তরফে এই ছবি তুলে ধরা হয়। যা গোটা বিশ্বকে হতবাক করেছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আলোকচিত্র
- কৃষ্ণগহ্বর